হবিগঞ্জে ফেনসিডিল ও ইয়াবাসহ এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের চাঁদের হাসি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত সামছুদ্দোহা সোহাগ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ক্লিনিকে অভিযান চালায়। এসময় ডা. সোহাগের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা, ৮ বোতল ফেনসিডিল ও একটি পাত্রে রাখা নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর