দেশজুড়ে

পলাশবাড়ীতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য খুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ছুরিকাঘাতে মাহমুদুল হক (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার। তিনি মনোহরপুর গ্রামের মৃত নুর হোসেন মণ্ডলের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর আলম বলেন, বুধবার রাতে মাহমুদুলকে গোফফার ও তার ছেলে শাহিনুর মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হক। ঘটনার পর গোফফার আলী ও শাহিনুর মিয়াকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএআর/পিআর