দেশজুড়ে

লামায় পাথরবোঝাই ট্রাক জব্দ : ১২ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের লামায় পাচারের সময় পাথরভর্তি চারটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কবিরার দোকান নামকস্থান থেকে পাথরবোঝাই ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে লামা উপজেলার বিভিন্ন ঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচার করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কবিরার এলাকায় অভিযান চালায় পুলিশ ।

পরে পাথর পাচারের অভিযোগ এনে দুইজনসহ ১২ জনের বিরুদ্ধে খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন এর ৫ ধারায় লামা থানায় মামলা করা হয় ।

মামলার অন্য আসামিরা হলেন, মো. ইউনুছ, মো. আব্দুল জলিল, মনু মেম্বার, ফরিদ কোম্পানি, বাবুল কোম্পানি, মহিউদ্দিন মহিম, নাছির, মোক্তারণ ত্রিপুরা, এনামুল হক, জামাল ফকির, আপ্রুসিং ও দলিলুর রহমান।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে পাথর পাচারে জড়িত বাকি ১০ জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সৈকত দাশ/এএম/আরআইপি