বান্দরবানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বান্দরবান সদরের টংকাবতি এলাকার শান্তি চাকমা (২৮), থানচি উপজেলার বলিবাজারের অমল চাকমা (২৯) এবং রাঙামাটি জেলার বরকলের বাসিন্দা রিটু চাকমা (৩৪)।
বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় শামসুর রহমানের মাছের প্রজেক্টের পাশে তিন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একটি বন্দুক, পিস্তল এবং ১২ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
সৈকত দাশ/এএম/পিআর