নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে বগুড়া কারাগারে বন্দি রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহচর জেএমবি সদস্য আব্দুল খালেককে (৪৩) গ্রেফতার করা হয়েছে।
নীলফামারী পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল খালেক দেবীগঞ্জের খুটামারা সর্দারহাট গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের ডিবি পুলিশ কক্ষে ব্রিফিং করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি শাহজাহান পাশা ও সদর থানা পুলিশের ওসি বাবুল আকতার।
ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ২০১৬ সালের ১৪ জুন রাতে নাশকতা ও সন্ত্রাসী হামলার একটি ঘটনার দায়ের করা মামলার পলাতক আসামি।
জাহেদুল ইসলাম/এএম/আরআইপি