দেশজুড়ে

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে পুনর্মিলনী উৎসব

খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল প্রতিষ্ঠার গৌরবোজ্বল ৩৪ বছরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১ম পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পরে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বর্ণিল শোভাযাত্রা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল জি এম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমদ খান, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা ফেল ড্র, স্মৃতিচারণসহ নানা খেলাধুলার আয়োজন করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর