দেশজুড়ে

ব্যাগের ভেতর নবজাতকের মরদেহ

টাঙ্গাইলের বাসাইলে ব্যাগের মধ্য থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ শনিবার সকাল থেকে পুলিশকে বারবার জানানোর পরও মরদেহটি উদ্ধার হয়নি।

জানা যায়, শনিবার সকালে বাসাইল-কাউলজানী রোডের মহিষখালী ব্রিজের পাশে স্থানীয়রা একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ খবর পেয়ে স্থানীয়দের ভিড় জমে সেখানে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানোর পরও মরদেহটি উদ্ধার করেনি বাসাইল থানা পুলিশ। বেলা পৌনে ২টা পর্যন্ত পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার না করায় স্থানীয়রা নিজ উদ্যোগে মহিষখালী ব্রিজের নিচে মরদেহটি মাটিচাপা দিতে বাধ্য হয়।

স্থানীয়দের ধারণা জন্মের পরই নবজাতকের মরদেহটি ফেলে রেখে যাওয়া হয়। ফুটফুটে কন্যা সন্তানের মরদেহটি ফেলে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম