দেশজুড়ে

প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরেও প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে সুফিয়া আকতার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার সকালে মাটিরাঙার ওয়াছু বাজার চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া আকতার ওয়াছু বাজার চৌধুরীপাড়া গ্রামের মো. আবদুর রহিমের মেয়ে। তিনি দুই বছর আগে মাটিরাঙা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে প্রেমিক মো. রফিক মিয়ার সঙ্গে বিয়ে নিয়ে সুফিয়া আকতারের কথা কাটাকাটি হয়। পরে নিজ বাড়ির পেছনের একটি জঙ্গলে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয় সুফিয়া। তাকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পেছনের জঙ্গলে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী মিয়া আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ আত্মহত্যা প্রেমঘটিত নাকি অন্যকিছু পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ ইতোমধ্যে নিহত সুফিয়ার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম