বরগুনার কাকচিড়া লঞ্চঘাটে ছয় কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে লঞ্চ থেকে নামার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, কুমিল্লার লাকসাম উপজেলার আ. সোবাহান (৬০) ও তার মেয়ে নারগিস (৩৫)
পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের কামাল হোসেন ও তার স্ত্রী নার্গিস দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। আর গাঁজা সরবরাহ করে তার শ্বশুর সোবাহান।
কামালের স্ত্রী সার্গিস ও তার শ্বশুর সোবাহান ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লঞ্চে করে গাঁজা নিয়ে কাকাচিড়া আসছে-এমন খবরে লঞ্চ থেকে নামার সময় ওই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর