টাঙ্গাইলে একনলা বন্দুকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে পৌর এলাকার কাগমারা এনায়েতপুর মধ্যপাড়াস্থ আজিজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ এনায়েতপুর মধ্যপাড়াস্থ আজিজের অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ সন্ত্রাসী মো. ওয়াহাব (৩২) এবং আশরাফ আলীকে (৩৫) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, টাঙ্গাইল শহরে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে ওই বাড়িতে অবস্থান করছিল। আটকদের বিরুদ্ধে টাঙ্গাইল মডের থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম