প্রবাস

জেদ্দায় নোয়াখালী প্রবাসীকল্যাণ সমিতির বর্ষপূর্তি উদযাপন

জেদ্দায় নোয়াখালী প্রবাসীকল্যাণ সমিতির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার জেদ্দার একটি পিকনিক স্পটে সমিতির ১১তম বর্ষপূর্তি ও একতার ১১তম সংখ্যা প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আক্কাস মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীর মো. ফিরোজ এবং আল-মামুন শিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এ কে এ ম শাহজাহান সিরাজী, সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম।

এছাড়া উপস্থিত ছিলেন আবুল বাসার ইসলাম, নুর মো. ভুঁইয়া, মামুনুর রশিদ, শহিদ হোসেন পাটোয়ারী, মো. ওয়াজি উল্লাহ, শামিম চৌধুরী, জয়নাল আবেদিন, নুর সামাদ মিয়াজি, আবুল বাসার বুলবুল, কাজী নেয়ামুল বশির, মার্শেল কবির পান্নু, সারতাজুল আলম দিপু, শেখ ফজলুল কবির ভীকু, দেলোয়ার হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রবাসে বৃহত্তর নোয়াখালী প্রবাসীকল্যাণ সমিতি বিশেষ অবদান রাখছে। গরিব ও অসহায় প্রবাসীদের মাঝে এগিয়ে আসছে। প্রকাশিতব্য ম্যাগাজিনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, দুঃস্থ মানবতার কল্যাণের জন্যেই তৈরি করা হয়েছে প্রবাসীকল্যাণ সমিতি। প্রবাসীদের মাঝে একতা, ভাতৃত্ববোধ ও সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ১০ বছর ধরে কাজ করে যাচ্ছে এ সমিতি।

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি, ব্যবসায়ীদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এমআরএম/বিএ/পিআর