নীলফামারীর ডিমলায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদকসহ ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট (রাজবাড়ী) গ্রামের জামায়াতের উপজেলা প্রচার সম্পাদক আব্বাস আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক আব্বাস আলী (৬০) বাবুরহাট গ্রামের মৃত কাশেম আলীর ছেলে ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক।
এ সময় পুলিশ জামায়াতের কর্মী সর্দার হাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৩৫), রামডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আলিনুর রহমান (৩৫), আব্দুর লতিফের ছেলে ধউলু (৩০), দক্ষিণ তিতপাড়া গ্রামের আছিমদ্দিনের ছেলে নুরুল হুদা (৪০) ও বাবুর হাট পশ্চিম পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কাদের বুলু মিয়াকে (৪৭) আটক করে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জাহেদুল ইসলাম/এএম/পিআর