ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসানুজ্জামান হাসান (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।নিহত হাসান মহেশপুর উপজেলার ন্যাপা বাকোসপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।নিহতের চাচা ইউসুফ আলী জানান, বুধবার মধ্যরাতে সীমান্তের কুমারিঘাট এলাকা দিয়ে হাসান ভারতে গরু আনার জন্য প্রবেশ করছিল। এসময় সীমান্তে টহলরত ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে হাসান আহত হয়। তার সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে জীবননগরে নিয়ে যাওয়ার পথে মারা যায়।নিহতের স্বজনরা জানিয়েছেন, হতদরিদ্র পরিবারের ছেলে হাসান ক্লাসের বই কেনার টাকা জোগাড় করতে এর আগেও একবার ভারতে গরু আনতে গিয়েছিল। খোসালপুর গ্রামের গরু ব্যবসায়ী আজগার ও সালামের রাখাল হিসেবে সে ভারতে যেত।বিজিবির কুসুমপুর কোম্পানি কমান্ডার রুস্তম আলী জানান, ওই কিশোর বিএসএফ`র গুলিতে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, বুধবার গভীর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে হাসান নামে এক কিশোর নিহতের কথা গ্রামবাসী পুলিশকে জানিয়েছে। তবে কিভাবে হাসান মারা গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ নিহতের বাড়িতে রাখা আছে। এসএস/এআরএস/পিআর