দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপিকর্মীসহ আটক ২১

ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় এক বিএনপি নেতাসহ বিভিন্ন মামলায় ২১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে দোগাছি ইউনিয়নের যুবদলের সভাপতি রফিকুল ইসলাম বকুলকে আটক করা হয়েছে।এছাড়া বিভিন্ন মামলায় জেলার সদর উপজেলা থেকে আটজন, কালীগঞ্জ উপজেলা থেকে চারজন, শৈলকুপা উপজেলা থেকে তিনজন, হরিণাকুণ্ডু উপজেলা থেকে দুইজন, মহেশপুর উপজেলা থেকে দুইজন এবং কোটচাঁদপুর উপজেলা থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এসএস/এআরএস/আরআই