দেশজুড়ে

কাদের খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল

অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তারুল আলম গত বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ’র আদালতে এ চার্জশিট দাখিল করেন। রোববার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, চার্জশিটের উপর শুনানি হবে জজকোর্টে। তবে রোববার পর্যন্ত চার্জশিটের বিষয়ে কোনো শুনানি হয়নি।

তিনি জানান, আবদুল কাদের খান অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের বাড়ির উঠানের গর্ত থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। চার্জশিটে শুধুমাত্র কাদের খানকে আসামি করা হয়েছে। বর্তমানে কাদের খান জেলা কারাগারে রয়েছেন।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া শহরের কাদের খানের গরীব শাহ ক্লিনিক থেকে আবদুল কাদের খানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২২ ফেব্রুয়ারি কাদের খানকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় চতুর্থ দিনে মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবদুল কাদের খান।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় মনজুরুল ইসলাম লিটনের বড়বোন ফাহমিদা বুলবুল বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমএএস/আরআইপি