মুহূর্তেই বিধ্বস্ত নেপাল! সকাল থেকে দুপুর না গড়াতেই বদলে গেল প্রকৃতির এই আশ্চর্য সুন্দর দেশটির অবয়ব। ধ্বসে গেছে বাড়িঘর, ফাটল ধরেছে রাস্তায়। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু ও পোখারায় প্রথম ভূমিকম্প আঘাত হানে। এতে বেশকিছু ভবন ধসে গেছে। এর আধাধণ্টা পর ফের আরেকটি ভূমিকম্প লামজাঙে আঘাত হানে। এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এইচএন/আরআইপি