আন্তর্জাতিক

বিধ্বস্ত নেপাল (দেখুন ছবিতে)

মুহূর্তেই বিধ্বস্ত নেপাল! সকাল থেকে দুপুর না গড়াতেই বদলে গেল প্রকৃতির এই আশ্চর্য সুন্দর দেশটির অবয়ব। ধ্বসে গেছে বাড়িঘর, ফাটল ধরেছে রাস্তায়। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু ও পোখারায় প্রথম ভূমিকম্প আঘাত হানে। এতে বেশকিছু ভবন ধসে গেছে। এর আধাধণ্টা পর ফের আরেকটি ভূমিকম্প লামজাঙে আঘাত হানে। এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এইচএন/আরআইপি