ভূমিকম্প আঘাত পর নেপালে হেপ্লডেস্ক খুলেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশ দূতাবাস এ সিদ্ধান্ত নেয়। নেপালে অবস্থারত বাংলাদেশিদের সহায়তা প্রদানের জন্য এ হেল্পডেস্ক খোলা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সহায়তার জন্য মাশফি বিনতে শামস (রাষ্ট্রদূত) +৯৭৭৯৮৫১০৩৯৩৫২, শামীমা চৌধুরী (প্রথম সচিব) +৯৭৭৯৮০৮৭৬৫০৭১, খান মোহাম্মদ মঈনুল হোসেন +৯৭৭৯৮০০৮১৮৪০১৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে শনিবার বেলা ১১টা ৫৬ মিনিটে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাতহানে নেপালসহ পুরো উপমহাদেশে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি।আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। এরপর বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত খবর অনুযায়ী দেড় শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।এছাড়া নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ।বিএ/আরআইপি