নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গণতন্ত্রের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছি। স্বাধীন দেশের নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ করবে না। নির্বাচন নিয়ে বিদেশিরা সবক দিবে তা আমাদের কাম্য নয়। প্রার্থীদের শ্রদ্ধাবোধ থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। এতে তৃণমূলের যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে।
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, জনগণ যাকে ভোট দিবে সেই চেয়ারম্যান নির্বাচিত হবে। সরকারি কর্মকর্তারা নিরপেক্ষতা ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ খান, র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস, ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন, টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কমিশনার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেন।
এস এম এরশাদ/এআরএ/এমএস