দেশজুড়ে

ফাস্টফুডের আড়ালে অসামাজিক কার্যকলাপ, ৬ জনের কারাদণ্ড

টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাফী ক্যাফে অ্যান্ড ফাস্টফুড ও রিলেশন ফাস্টফুডে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে চার কিশোর-কিশোরী ও ছয়জন ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুর ই আলম সিদ্দিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটকদের মধ্যে ছয়জন ব্যবসায়ীকে দণ্ড বিধির ২৯১ ধারা ও ২০০৬ এর দণ্ডবিধির ২৮৪ ধারায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে রিলেশন ফাস্টফুড থেকে নগদ ৫ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া আটক চার কিশোর-কিশোরীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়মনসিংহ রোডস্থ সাফী ক্যাফে অ্যান্ড ফাস্টফুড ও রিলেশন ফাস্টফুডে অভিযান পরিচালিত হয়। এ সময় সাফী ক্যাফে অ্যান্ড ফাস্টফুডে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে চার কিশোর-কিশোরীকে আটক করা হয়।

এছাড়া রিলেশন ফাস্টফুডের মালিক সুমন নাগ ও রোজকে শিশু শ্রমিক নিয়োগ দেয়া ও পণ্যের দাম অধিক নেয়ার অপরাধে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি আটক চার কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর