ক্যাম্পাস

সাজছে মাভাবিপ্রবি ক্যাম্পাস

একদিন পরই পহেলা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পালন করতে যাচ্ছে বাংলা নববর্ষ।

গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে- আল্পনা অঙ্কন, মঙ্গল শোভাযাত্রা, বাঙালি ঐতিহ্যের নানা রকম সুস্বাদু খাবারের স্টল, সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ে নেই কোনো চারুকলা বা নাট্যকলা অনুষদ। তবুও প্রস্তুতির কমতি নেই। বিভিন্ন ক্লাবকে দেয়া হয়েছে বিভিন্ন দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র থিয়েটারভিত্তিক ক্লাব সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের (সিডিসি) সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, সিডিসির রাঙা বৈশাখ শিরোনামে বাহারি খাবারের নিজস্ব স্টল থাকবে, তারা ও প্রথম আলো বন্ধু সভা যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সাজাবে। এছাড়া সিডিসির তত্ত্বাবধানে ওদিন সন্ধ্যায় ‘জনৈক ইমান আলী’ নামে একটি রম্য নাটক মঞ্চায়ন করবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সিডিসি, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, ধ্রুবতারা টেকনোকালচার ক্লাব, প্রথম আলো বন্ধুসভা ও কালেরকণ্ঠ শুভসংঘ আয়োজন করবে মঙ্গল শোভাযাত্রার।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুটি ব্যান্ড ফানুস ও অন্বেষণ পারফর্ম করবে। থাকবে সিডিসির রম্য নাটক ও ডিবেটিং সোসাইটির রম্য বিতর্ক। ঢাকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাতে থাকবে ব্যান্ড ‘আরবোভাইরাস’।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর