গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের বন্ধন অটুট থাকবে। তারা ঐক্যবদ্ধভাবে গাইবান্ধার উন্নয়নে সহায়তা করবে। ভালো কাজের পাশে থাকবে। তাদের লিখনের মাধ্যমে সংবাদ প্রকাশ করে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বুধবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে বার্ষিক প্রীতিসম্মিলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা করলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক প্রীতিসম্মিলন উপলক্ষে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য গাইবান্ধার পাঁচজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা হিসেবে তাদেরকে ক্রেস্ট ও ফুলের তোড়া দেয়া হয়। তারা হলেন, আজাদ হোসেন সরকার, শাহাবুল শাহীন তোতা, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান ও ফেরদৌস ইসলাম খান।
প্রীতিসম্মিলন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অয়োজন করা হয়। প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দীপক কুমার পাল, শাহাবুল শাহীন তোতা, উত্তম সরকার ও ফেরদৌস ইসলাম খান প্রমুখ।
এছাড়া কৃতী সন্তান হিসেবে সম্মাননা দেয়া হয় সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তীর ছেলে অনুপম চক্রবর্ত্তীকে। শেষে সাংবাদিক পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।
এমএএস/এমএস