দেশজুড়ে

উন্নয়ন নিয়ে হাস্যকর কথা বলেন খালেদা জিয়া

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা জিয়া সরকারে থাকার সময় কোনো উন্নয়ন করতে পারেননি। ওই সময় শুধু লুটপাট হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, কোনো উন্নয়ন হয়নি অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেয় বিরোধীদল। তাতে জনগণ সাড়া না দেয়ায় আন্দোলন সফল হয়নি। দেশের উন্নয়ন খালেদা জিয়া বাস্তবে দেখেন না, এর মর্মও বুঝেন না। মাঝে মাঝে দেশের উন্নয়ন নিয়ে হাস্যকর কথা বলেন খালেদা জিয়া।

বুধবার ঝালকাঠিতে ‘কৃষি বাজেট, কৃষক বাজেট’ বিষয়ক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আমরা দেশকে একটি সমাজে পরিণত করেছি। দেশের সকল জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভাই ভাই। এখানে কোনো ভেদাভেদ নেই। সবার জন্যই সমান সুযোগ রয়েছে। যে সুযোগ ব্যবহার করে এগিয়ে যেতে পারবে সেই সফল হবে।

দেশের উন্নয়ন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেউ যেন অভাবে কষ্ট না পায়। এ জন্য ভিজিএফ কার্যক্রম, ভিজিডিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন তিনি।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমাদের দেশ অভাব, ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে ৮০ ভাগ এগিয়েছে। উন্নতশীল বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব বাজেটে পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।

মো. আতিকুর রহমান/এএম/এমএস