নীলফামারী জেলার তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের রংপুর প্রধান সেচ ক্যানেলের সেকেন্ডারি খালের পাড়ের ৪০ ফিট বাঁধ বিধ্বস্ত হয়ে ৫০০ বিঘা বোরো খেত তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক কৃষক।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী কাছারীপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার প্রায় ৫ শতাধিক বিঘা জমির বোরো খেত পানিতে তলিয়ে যায়।
এলাকার কৃষকদের অভিযোগ, গত ১০ দিন ধরে তিস্তা ক্যানেলে সেচের পানি পুরোদমে আসছে। নিতাই এলাকার প্রভাবশালী আব্দুল মালেক ও হোসেন আলী মূল সংযোগ হতে সেচের পানি না নিয়ে তারা অবৈধভাবে পাইপ বসিয়ে সেচের পানি চুরি করে আসছেন। ফলে পাইপ বসানো স্থানে ফাটলের সৃষ্টি হয়ে এস সেভেন-টি ক্যানেলের পাড়ের বাঁধ ধসে যায়।
ওই এলাকার কৃষক কাণ্ঠু, আবু তালেব, একরামুল, নেছার আলী, রবিউল ইসলাম জানান, তিস্তা সেচ ক্যানেলের বাঁধ বিধ্বস্ত হওয়ায় তাদেরসহ এলাকার অন্যান্য কৃষকদের প্রায় ৫০০ বিঘা বোরো খেত পানিতে তলিয়ে গেছে।
পুটিমারী ইউনিয়নে চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, যে সময় বোরো খেতের ধানের থোর ধরেছে সে সময় এই ক্যানেলের বাঁধ বিধ্বস্ত হওয়ায় এলাকার কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।
সৈয়দপুর পানি উন্নয়ন সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মূল ক্যানেলের নিতাই সাইফুনের জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জাহেদুল ইসলাম জাহিদ/এএম/জেআইএম