শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতু এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার নতুনচর এলাকার খালেকুজ্জামান (৩০) ও শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার ইদ্রিস বিশ্বাস (৩২)। এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জাজিরা থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে পদ্মা সেতু এলাকার জাজিরা পয়েন্টের নাওডোবায় সেনাবাহিনীর চেকপোস্টের সামনে দিয়ে দুই যুবক মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পাহারায় থাকা সেনা সদস্যদের সন্দেহ হয়। এ সময় মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেনাসদস্যরা ধাওয়া করে খালেকুজ্জামান ও ইদ্রিস বিশ্বাসকে আটক করে। এ সময় তল্লাশি করে খালেকুজ্জামানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা পদ্মা সেতু এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছগির হোসেন/আরএআর/পিআর