টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুই আরোহী আহত হয়েছেন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, দুপুরে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. আফসের আলীর ছেলে মো. রহিম (২৩) দুই বন্ধুসহ মোটরসাইকেলে বেড়াতে বের হন।
পরে তারা আনালিয়াবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটি রেল লাইনের ওপর বন্ধ হয় যায়। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রহিম মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী লাফ দিতে গিয়ে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর