দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সহকারী অধ্যাপকের

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মুসা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুসা কালিহাতী উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।  কালিহাতী উপজেলার সল্লা রেল ক্রসিংয়ের স্টেশন মাস্টার নুরুল হক জানান, সন্ধ্যায় উপজেলার হাজী আবু হাসেম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে ডিউটি শেষে মোশারফ হোসেন মুসা মোটরসাইকেলযোগে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সল্লা রেলক্রসিং এলাকায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আরিফ উর রহমান টগর/এআরএ/