দেশজুড়ে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় মির্জা শামসুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা শামছুর রহমান ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মির্জা সিরাজুল হকের ছেলে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বলেন, দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার বাসিন্দা মির্জা শামসুর রহমান মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে আসছিলেন।

খড়িখালী নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস