দেশজুড়ে

নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানবন্ধন

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যৌন হয়রানির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মানবাধিকার নাট্য পরিষদ নওগাঁ জেলা শাখা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে বৃহস্পতিবার বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে।মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, অধ্যক্ষ মর্তুজা রেজা, কায়েস উদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাইস পারভীন, এসএম আপেল মাহদুদ প্রমুখ। মানবন্ধনে বক্তারা ওই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানান।এসএস/আরআই