দেশজুড়ে

পঞ্চগড়ে অবৈধ বোমা মেশিন বন্ধের দাবি

পঞ্চগড়ে অবৈধ বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধ এবং তেঁতুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরেস চন্দ্রকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের শেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে নাগরিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বকর সিদ্দিক, আইনজীবী সমিতির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবিএম আক্তারুজ্জামান শাজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রণিক প্রমুখ।

বক্তারা বলেন, তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ বোমা মেশিনে পাথর উত্তোলন করা হচ্ছে। এভাবে পাথর উত্তোলন বন্ধ না হলে পঞ্চগড়ের মানুষকে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। এতে বড় ধরনের ভূমিকম্পের কবলেও পড়তে পারে পঞ্চগড়।

অবিলম্বে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ এবং অবৈধ সুবিধা নিয়ে পাথর উত্তোলনে সহযোগিতার অভিযোগে তেঁতুলিয়া থানা পুলিশের ওসি সরেস চন্দ্রকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সফিকুল আলম/আরএআর/আরআইপি