পঞ্চগড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা। বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নয়া কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সহ-সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবু সালেক ডাবলু, যুগ্ম সম্পাদক ইকবাল কাউছার রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক রাকিবুর রহমান রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মোকলেছ, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
গত ২৩ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় ছাত্রনেতা আব্দুল কাদের মাসুমকে সভাপতি ও মনিরুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৬ বছর পর পঞ্চগড় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উচ্ছাস উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এদিকে, কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা।
সফিকুল আলম/আরএআর/জেআইএম