চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত জঙ্গি আবুর মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার মা ফুলসেনা বগেম।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিবনগর গ্রামের আবুর বাবার বাড়িতে গিয়ে তার মার কাছে আবুর বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় আবুর নিহতের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় আবুর বাবা বাড়িতে ছিলেন না।
এরপর আবুর মরদেহ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক আগেই আবু সম্পর্ক ছিন্ন করে শ্বশুরবাড়িতে চলে গেছে। পরে সে নষ্ট হয়ে গেছে তাই তার মরদেহ আমি নেব না। আবু নষ্ট হওয়ার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন দায়ী।
এর আগে বুধবার আবুর মায়ের সঙ্গে কথা হলে তিনি জানান, ৯ বছর আগে আব্বাস বাজার এলাকার সুমাইয়া বেগমের সঙ্গে আবুর বিয়ে হয়। এরপর থেকেই সে শ্বশুরবাড়িতে থাকত। সে মাঝেমধ্যে বাড়ি আসত দেখা করতে। তাদের দুই মেয়ে নূরী (৮) ও সাজিদা (৬)। সৌদী আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ যাপন করত আবু।
এসব বিষয় নিয়ে বাবা আফসার আলীসহ স্থানীয়দের সঙ্গে আবুর ধর্মীয় মতবিরোধ ছিল। ধর্মীয় মতবিরোধের কারণেই তার সঙ্গে পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়।
আব্দুল্লাহ/এফএ/এমএস