পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নসিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অাটজন পাথর শ্রমিক আহত হন।
শনিবার দুপুরে বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকার কসির উদ্দীনের ছেলে।
আহতরা হলেন পাথর শ্রমিক শাহানাজ বেগম (৩৫), জমিলা বেগম (৪৫), বেগম (২৫), করিমন (৫০), জলিল (১৫), রহিমা বেগম (৫২), রওশন আরা (৪৫) এবং আমেনা বেগম (৪২)।
স্থানীয়রা জানায়, একটি নসিমনে পাথর শ্রমিকরা বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন এলাকায় পাথর ভাঙার কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পাগলিডাঙ্গী এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাসান আলী নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কুদরত-ই-খুদা মিলন দুর্ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এএম/আরআইপি