ঝিনাইদহ সদরের নৃসংহপুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহিদুল, সাজেদুর, রাজ্জাক, যুথিকাসহ ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহ সদরের নৃসংহপুর নামক স্থানে যশোর থেকে কুষ্টিয়াগামী গড়াই সার্ভিসের শফিক পরিবহন (চট্টগ্রাম মেট্রো-০২-০০০৪) ও রাজশাহী থেকে খুলনাগামী জিএস পরিবহন (ঢাকা-ব ১৪-০৬৬৯) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। তখন উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন হাতপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল কবির জাগো নিউজকে জানান, আহতদের মধ্যে যুথিকা ও অপর একজনের অবস্থা আঙ্ককাজনক। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।নিজাম জোয়ারদার বাবলু/এমজেড/আরআইপি