দেশজুড়ে

কুষ্টিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও চারটি মোবাইল সেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা ।

সোমবার সন্ধ্যায় শহরের হাসপাতাল মোড় সংলগ্ন আব্দুল জলিল সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক মেজর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক টিম শহরের হাসপাতাল মোড় সংলগ্ন আব্দুল জলিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন কুমারখালী উপজেলার লাহিনী মিরপুর গ্রামের গেদন শেখের ছেলে আশিকুর রহমান ঠান্টু (২৭), শহরের আড়ুয়াপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে আনিসুর রহমান সুজন (৩০) ও লাহিনী উত্তর মিরপুর এলাকার জামাল ওরফে ফাকেরের ছেলে আনোয়ার (২৪)। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল তারা। গ্রেফতারদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আল-মামুন সাগর/এএম/এমএস