নাটোরে গুরুদাসপুর বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতির সময় বর ও কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনাটি ঘটেছে পৌর এলাকার উত্তর নাড়িবাড়ি মহল্লায়। জানা গেছে, মুক্তার হোসেনের ছেলে সোহাগের (১৮) সঙ্গে গারিষাপাড়া মহল্লার বল্টু সরকারের মেয়ে মাদ্রাসা ছাত্রী বন্যার (১৩) বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। শুক্রবার রাত ৮টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাল্য বিয়ে প্রতিরোধ করে।এরপর বর সোহাগ এবং কনের বাবা বল্টু সরকারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এমজেড/আরআইপি