আসছে মা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে প্রসূন রহমান নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। উপমহাদেশে নারীজীবন নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সকল নারীকে।২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। এখানে কিশোরী থেকে বৃদ্ধ বয়সী পর্যন্ত জীবনের চারটি অধ্যায়ে একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।জীবনঘনিষ্ট এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ, মিম চৌধুরী, নভিদ মুন্তাসীর ও নিবিড় কুমারসহ আরো অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বরেণ্য শিল্পি কুমার বিশ্বজিৎ।নির্মাতা প্রসূন রহমান জানিয়েছেন, অনেক মমতা নিয়ে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রকাশ রয়েছে এ চলচ্চিত্রে।দর্শকের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘জীবনের প্রথম চলচ্চিত্রটি হয়তো মায়ের সাথে অথবা মায়ের কোলে বসে দেখেছেন। এটি হোক সেই চলচ্চিত্র যেটি আপনি আপনার মাকে নিয়ে এসে দেখবেন। আপনার জীবনে ভালোবাসা বয়ে আনা প্রিয় নরীটিকে পাশে নিয়ে দেখবেন। একসময় নারী দর্শকরাই ছিলেন সিনেমা হলের প্রাণ। কিন্তু ক্রমশ নানা অস্থিরতার কারণে তারা হলে আসা বন্ধ করেছিলেন। বিনোদন বঞ্চিত মায়েদের জন্যে মা দিবসে সন্তানের পক্ষ থেকে এটি হতে পারে একটি চমৎকার উপহার।’এ নিয়ে প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর ফেসবুকের মাধ্যমে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। ‘মায়ের সাথে- সুতপার ঠিকানা’ শিরোনামের এই প্রতিযোগিতার কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন স্টার সিনেপ্লেক্সের টিকেট এবং মা দিবসে মাকে নিয়ে সুতপার ঠিকানা দেখার সুযোগ।শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতে ‘সুতপার ঠিকানা’ মুক্তি পাচ্ছে আগামী ৮মে। তার আগে ৭ তারিখ সন্ধ্যায় আয়োজিত হবে এর প্রিমিয়ার শো। চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর ওয়েবসাইট থেকে। আর প্রতিযোগিতা সম্পর্কে জানা যাবে এর ফেসবুক পাতায়।ওয়েবসাইট ঠিকানা: www.sutoparthikana.comফেসবুক পাতার ঠিকানা: www.facebook.com/sutoparthikanaএলএ/আরআই
Advertisement