সুন্দরবনের জলদস্যু বড়ভাই বাহিনীর সদস্য মো. খলিল শেখ ওরফে রাঙা মিয়া (৩২) ও মো. নজরুল ইলসাম মোল্যাকে গ্রেফতার করেছে র্যাব-৮ সদস্যরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের চাদপাই রেঞ্জের জোংড়া খালের কাছ থেকে ৪টি অন্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জলদস্যুদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বলে র্যাব জানায়।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রফতার করা হয়। পরে তাদের আস্তানায় তল্লাশি করে ১টি বিদেশি বন্দুক, ১টি বিদেশি দোনালা বন্দুক, ২টি বিদেশি কাটা রাইফেলসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারদের দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও র্যাবের কর্মকতা আদনান কবির জানান।
শওকত আলী বাবু/এএম/জেআইএম