দেশজুড়ে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ মারা গেছেন। এসময় আরেক সহসভাপতি খবির উদ্দিনসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ নেতা রবি মাহমুদ এবং খবির উদ্দিন মটরসাইকেলে সদর ইউপি অফিস চত্বরে যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সামনে থেকে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও পাশের একটি খাদে পড়ে যায়।

গুরুতর আহতাবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবি মাহমুদ মারা যান। আওয়ামী লীগ নেতা খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় আহত আরও ৫ বাস যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, স্বাশত রায় (৮), আসমা আক্তার (৪০), হৃদয় (১৫), শতাব্দী রানী (১৫) এবং হাজেরা (৪০)।

আওয়ামী লীগ নেতা রবি মাহমুদের অকাল মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান গভীর শোক প্রকাশ করেছেন।

সফিকুল আলম/এফএ/আরআইপি