দেশজুড়ে

ঢাকা থেকে অপহৃত শিশু দাগনভূঞায় উদ্ধার

ঢাকার সোবহানবাগ এলাকা থেকে অপহৃত শিশু পাভেজ আহাম্মদ জয়কে (৯) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলার জায়লস্কর থেকে তাকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকার শেরে বাংলা থানার সোবহানবাগ মাঠ থেকে অপহৃত শিশু পারভেজ আহাম্মদ জয়কে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে রেখে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারী রাসেলকে (২২) আটক করেছে পুলিশ। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।দাগনভূইয়া থানা পুলিশের ওসি তদন্ত আনোয়ারুল আজিম অপহৃত শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।জহিরুল হক মিলু/এমএএস/এমএস