বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক আওয়ামী নেতার নামে মামলা দায়ের হয়েছে।
বাগেরহাটের সড়ক ও জনপদ (সওজ) উপ-বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী এইচ.এম সোয়েব হোসেন বাদী হয়ে শরণখোলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল উপজেলার পাঁচ রাস্তার মোড় এলাকায় তার বসত বাড়ি সম্মুখে শরণখোলা সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৫০ ফুট জমি অবৈধভাবে দখল করে তাতে সম্প্রতি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন।
বিষয়টি সড়ক ও জনপদের নজরে আসলে ওইস্থানে ভবন নির্মাণে বাধা দেন তারা। কিন্তু তা অমান্য করে নির্মাণ কাজ অব্যহত রাখায় সড়ক ও জনপদ কর্তৃপক্ষ ওই আওয়ামী নেতাসহ অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসািমি করে গত ১ মে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী সোয়েব হোসেন জানান, পর্যায়ক্রমে সকল ভূমি দস্যুদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আ. লীগ নেতা জাহাঙ্গীর কবির বাবুল বলেন, ‘সওজ’ আমার কিছু জমি এ্যকোয়ার করেছে। কিন্তু আমি কোনো টাকা পাইনি। আমার বাকি জমি বুঝিয়ে দেয়নি। আমাকে কোনো নোটিশও দেয়নি। জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। খুব শিঘগিরই জমি বুঝিয়ে দেয়ার কথা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ মামলাটা না করলেও পারতেন।
শওকত বাবু/এমএএস/পিআর