আন্তর্জাতিক

ইউরোপে ন্যাটোর মহড়ায় ২১ হাজার সেনা

ইউরোপে ন্যাটোর তিনটি সামরিক মহড়া শুরু হয়েছে। মহড়ায় ন্যাটোভু্ক্ত কয়েকটি দেশের অন্তত ২১ হাজার সেনা অংশ নিয়েছেন। এস্তোনিয়ায় সিইল-২০১৫ নামের মহড়ায় আমেরিকা, ব্রিটেন, জার্মানি, লাটভিয়া, লিথুনিয়া, বেলজিয়াম, পোল্যান্ড এবং নেদারল্যান্ডের ১৩ হাজার সেনা অংশ গ্রহণ করছেন। মহড়া চলবে ১৫ মে পর্যন্ত। আটলান্টিক রিজলভ নামের মহড়ায় অংশগ্রহণের জন্য মার্কিন সেনাদল রয়েছে এস্তোনিয়ায়। সিইল-২০১৫ মহড়ায় এ সেনাদলের পক্ষ থেকে চারটি আব্রাহাম ট্যাংক পাঠানো হবে। এ ছাড়া ব্রিটিশ, বেলজিয়াম এবং জার্মান বিমান প্রতিরক্ষা ইউনিটসহ ন্যাটোভুক্ত কয়েকটি দেশের যুদ্ধবিমানও এতে অংশ নিবে। এদিকে, লিথুনিয়ার সেনাবাহিনী জাতীয় পর্যায়ে এ যাবৎকালের সর্ববৃহৎ মহড়া শুরু করেছে। জাইবো কিরটিস নামের এ মহড়ায় তিন হাজারের বেশি সেনা অংশ নিবে। কথিত উভয় ধরনের হুমকির মোকাবেলায় সামরিক ও বেসামরিক যুদ্ধ পদ্ধতি নিয়ে এ মহড়ায় অনুশীলন চালানো হবে বলে দেশটির সেনা কমান্ডার জানিয়েছেন।   ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে আমেরিকাসহ ইউরোপীয় ইউনিয়নের উত্তেজনা যখন তুঙ্গে তখন এ সব মহড়া চলছে। এর আগেও ওই এলাকা জুড়ে আরো অনেক মহড়া হয়েছে।বিএ/আরআইপি