জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে মাসুদ আলম নামে যৌতুক লোভী স্বামীকে আটক করেছে সদর থানা পুলিশ। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশ সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।জানা যায়, জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পলাশতলা গ্রামের জয়নুদ্দিন তালুকদারের ছেলে মাসুদ আলমের সঙ্গে ২০০৩ সালে বিয়ে হয় একই গ্রামের মৃত আজিজুর রহমানের মেয়ে আয়শা আক্তার হ্যাপির। বিয়ের পর থেকেই হ্যাপিকে যৌতুকের জন্য স্বামী মাসুদসহ তার পরিবারের লোকজন নির্যাতন চালিয়ে আসছিলেন। দিনের পর দিন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় সোমবার আয়শা আক্তার হ্যাপি বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি যৌতুকের মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে সোমবার রাতেই নান্দিনার পলাশতলা গ্রামের নিজ বাড়ি থেকে মাসুদ আলমকে আটক করে সদর থানা পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মাসুদ আলমকে মঙ্গলবার দুপুরে যৌতুক আইনে জামালপুর জজ আদালতে পাঠানো হয়েছে। শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি