দেশজুড়ে

বরগুনায় ইয়বাসহ স্কুলছাত্র আটক

বরগুনায় ৩২০ পিস ইয়াবাসহ জহিরুল হক নামের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটক জহিরুল বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা ছোট লবনগোলা গ্রামের বারেক হাওলাদারের ছেলে এবং বরগুনার ছোট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, ডৌয়াতলা বাজার থেকে প্রথমে জহিরুলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে ওর শরীর তল্লাশির সময় প্যান্টের পকেটে ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আজ বৃহস্পতিবার জহিরুলকে আদালতে পাঠানো হবে।

মিরাজ/এফএ/আরআইপি