দেশজুড়ে

বাবার বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ মেয়ের

বরগুনায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার সদর উইনিয়নে এ ঘটনা ঘটে। ‘বাবা যৌতুকের জন্য মাকে নিয়মিত মারধর করত’ বলে অভিযোগ করেছে নিহতের মেয়ে নাবা।

নিহত মোসা. সুস্মিতা জাহান ইলোরা সদর উইনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়ার গ্রামের মো. মিজানুর রহমান হিরুর স্ত্রী ও গৌরিচন্না ইউনিয়নের মৃত আয়নালের মেয়ে।

নাবা (১৫) জানায়, যৌতুকের জন্য বাবা (মো. মিজানুর রহমান হিরু) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মাকে মারধর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মা অসুস্থ হয়ে পড়লে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। এ বিষয়ে মামলা হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিন।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস