দেশজুড়ে

কোটচাঁদপুরে শ্রমিকলীগের হামলায় মটর শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ডে সোমবার রাতে শ্রমিক লীগ নামধারীদের হামলায় সোনা মিয়া (৫৫) নামে এক মটর শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া কোটচাঁদপুর বাসষ্ট্যান্ড পাড়ার আহম্মদ মুন্সির ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাসুদ ও কালা ফারুকের নেতৃত্বে শ্রমিক লীগের নামধারী কর্মীরা সোনা মিয়াকে ধাওয়া করে মারপিট করে। আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ কবীর জাগো নিউজকে জানান, কোটচাঁদপুরের পারলাট বাওড়ের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকলীগ নেতা মাসুদ ও কালা ফারুকের সাথে নিহত সোনা মিয়ার দ্বন্দ্ব চলে আসছিলো। এ ঘটনার জের ধরে সোনা মিয়ার উপর হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে মটর শ্রমিকনেতা সোনা মিয়া নিহত হওয়ার ঘটনায় সেখানকার শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে নির্দেশে দেয়া হয়েছে।আরাফাতুজ্জামান/এসএস/এমএস