লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজন ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে পানিতে ডুবে মুক্তা (২) ও জান্নাতুল (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ঠ্যাংঝাড়া ২নং ওয়ার্ডে শাহাদাত হোসেনের মেয়ে জান্নাতুল (২) ও একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মুক্তা (২) বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর ঠ্যাংঝাড়া গ্রামের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/পিআর