দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ মে সম্মেলন উপলক্ষে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাকক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, জেলা যুবলীগের ভারপাপ্ত সভাপতি সুদাম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, সহ-সভাপতি এসএম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু, আব্দুস শহীদ বাবু, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র পাল, ফিরোজ জুবায় বিন হাসান প্রমুখ।

বক্তারা এ সময় জেলা যুবলীগের সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সম্মেলন উপলক্ষে জেলা, উপজেলা, পৌর শহরের রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন, দলীয় কার্যালয়ে আলোক সজ্জা করা হয়েছে।

এছাড়াও কেন্দ্র থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছেন।

সম্মেলন উপলক্ষে জেলা শহরে সাজ সাজ রব ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৩ মে সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিপন/এমএএস/এমএস