লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় (বিএসএফ)।
মঙ্গলবার রাতে বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তে ৮৪২/ ৪ এসসাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুকুলী বাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত বুড়িমারী সীমান্তের ৮৪২/ ৪ এস সাব পিলারের কাছে চ্যাংড়াবান্দা বাজারের কাছে গরু পারাপারকারী শফিকুল ইসলামকে ভারতের কুচবিহারের ৬১ বিএসএফ টহল দল তাকে ধাওয়া করে আটক করেন।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশি নাগরিক নুরুজ্জামানকে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে বলেন, সে একজন নিয়মিত গরু পারাপারকারী।
রবিউল/এমএএস/আরআইপি