দেশজুড়ে

বুড়িমারী থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় (বিএসএফ)।

মঙ্গলবার রাতে বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তে ৮৪২/ ৪ এসসাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুকুলী বাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত বুড়িমারী সীমান্তের ৮৪২/ ৪ এস সাব পিলারের কাছে চ্যাংড়াবান্দা বাজারের কাছে গরু পারাপারকারী শফিকুল ইসলামকে ভারতের কুচবিহারের ৬১ বিএসএফ টহল দল তাকে ধাওয়া করে আটক করেন।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশি নাগরিক নুরুজ্জামানকে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে বলেন, সে একজন নিয়মিত গরু পারাপারকারী।

রবিউল/এমএএস/আরআইপি