লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকচাপায় ইজরুন নেছা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বুড়িমারী স্থলবন্দরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দরে ওই নারী পাথর কুড়াতে গেলে ভারতীয় একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই ট্রাকটি দ্রুত ভারতে প্রবেশ করে। এ ঘটনায় বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় সকল ট্রাক চলাচল বন্ধ আছে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নারী মৃত্যুর বিষয়টি ভারতীয় পুলিশকে জানান হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মাহফুজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/আরআইপি