দেশজুড়ে

শেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর ৭ বছর কারাদণ্ড

শেরপুরে ঝিনাইগাতীর গৃহবধূ জুলেখা বেগম হত্যা মামলার রায়ে স্বামীর সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত সুরুজ আলী (৫০) ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার বাবর আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে। আগের দিন রাতে সুরুজ আলী বাড়ি ফিরে স্ত্রী জুলেখা বেগমের ঘর থেকে একজন পুরুষ মানুষকে বের হয়ে যেতে দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

ঘটনার দিন এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার একপর্যায়ে দুপুরে সাড়ে ১২টার দিকে বাড়ির উঠোনে কজ করতে থাকা সুরুজ আলী বসত ঘরে প্রবেশ করে দা দিয়ে কুপিয়ে জুলেখা বেগমকে হত্যা করে।

পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী সুরুজ আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে মাকে হত্যার অভিযোগে বাবা সুরুজ আলীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করে।

পরে সুরুজ আলী বিচারিক হাকিমের আদালতে স্ত্রীকে হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ মে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের বিচারক ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ সাজার রায় ঘোষণা করেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম